অম্বরে মেঘের ভেলা,জল হীন ধরা,
জৈষ্ঠে উড়ন্ত ধূলিকা,শুষ্ক ভূমিতল।
শ্যামল ছড়াতে চায়,তৃষ্ণার্ত তৃণরা,
ধূলিময় ধরা চায়,কাদা মাখা জল।
বৃষ্টির জলে যেদিন,উবে যাবে খরা,
তরু-লতা চেয়ে নেবে,ভূমি হতে বল।
ছড়াবে রঙ সবাই,নিভিবে অনল,
শ্যামল হবে জমিন,তরু-লতা ভরা।
তৃণরা গর্জন চায়,অতি সহসাই,
ভূমিতে চায় কুড়াতে,গগনের দান,
তৃষ্ণা মুক্তি এনে দেয়,শুভ্র ভেলা তাই।
সজোরে কম্পন চায়,ভয় যুক্ত গান!
ঋণী হতে নেই মানা,লাজ তাতে নাই,
শ্যাম এনে দিতে করে,বারি সুধা পান।