পাখিরা গায়  বিষ্ণুর গান
      বিষ্ণুপদ ধামে,
বিষ্ণু ভক্তদের চিত্ত ভরে,
  কলতানে বিষ্ণু নামে।


পুকুরে করে মৎসরা খেলা,
     করে প্রসাদ ভক্ষণ,
দৃশ্য  দেখে  ধামার  ঘাটে
     জুড়ায় ভক্ত নয়ন।


কাননে ভ্রমর জপে গুনগুনিয়ে
         শ্রী বিষ্ণু নাম,
শুনতে পায় ভক্তদের জাগ্রত
         অন্তর ধাম।


পবন  দেবতা বৃক্ষ দুলায়
    নানান বাদ্য তালে,
দৃশ্য দেখে  ভক্তের হৃদয়
      বিষ্ণু বিষ্ণু বলে।


শঙ্খ- ঘন্টা- উলুধ্বনি বিষ্ণু
      পদ ধামের প্রাণ,
দালান কোঠার প্রতিধ্বনিতে
      সম বাদ্যের তান।