গগন পানে থুথু ছিটায় রবিকে লক্ষ করে,
পড়ে সেই থুথু নিজেদেরই উপরে।
মনের কালো করে না দূর,কালো নিয়েই চলে,
কেন যে উল্টা সিধা রবি ঠাকুরকে নিয়ে বলে!
রবি আলোয় স্নান করেও রবিকে বলে কালো,
অন্তর কালো অকৃতজ্ঞরা হয়না কখনো ভালো।
চাচ্ছে ওঁরা রবির গায়ে করতে কালিমা লেপন,
লেপনে মন ভরে বলেই বচনে ধরেছে পচন!