ছুটছে সময় অনেক বেগে চন্দ্র-সূর্য চড়ে,
আপন মনে ভাঙাগড়া খেলা শুধুই করে।
যায়না দেখা সময় ঘোড়া কতটা বেগবান,
দেহ থেকে করে হরণ চালিকা শক্তি প্রাণ।
তৈয়ার করে নতুন রাস্তা দিয় চলার গতি,
পুরাতন কে মুছে দিয়ে করে ভূমির সাথী।
সিন্ধু বক্ষে গড়ে তুলে পাহাড় এবং পর্বত,
বিলীন করে এক মুহুর্তে অনন্ত কুটি পথ।
সময়ের এই কর্মযজ্ঞ চলমান ত্রি লোকে,
সবই হারায় শান্তির নীড়ে,মস্ত বড় বুকে।
চলার পথে পায়না বাধা,নেই কখন ইতি,
পক্ষ ধরে করেইনা যে লাভ অথবা ক্ষতি।
গতি হারা হয় না কভু রোদন-হাসি দেখে,
তুলি হাতে ছুটছে শুধুই মুছে এবং লিখে।