দেহখানা করছে খেলা বেলে নদীর কূলে,
হঠাৎ দেখি অনেক তুষার কৃষ্ণ বরন চুলে।
কালো সনে সর্ব সফেদ করছে লড়াই সুখে,
ছবির গায়ে ধবল হাসি,মেঘের ছায়া বুকে!
যাইনি আমি হিমালয়ে কিংবা তুষার দেশে,
তবে কেন মাথার 'পরে ধবল ভেলা ভাসে!?
কালি লেপন করে দিলে,ফের হরষে হাসে,
কেমন করে মস্তক'পরে এত তুষার আসে!?