ধরিত্রী মা'য়ের গর্ভে টলটলে জল,
জলধারা ভূমি ছুঁয়ে করে খলখল।
হাসি শুনে যায় ভরে সবাকার মন,
নির্মল জলের থাকে উজ্জ্বল বদন।
দ্রুততায় জলধারা সমতলে নামে,
মানুষ মলিন করে মল-মুত্র-ঘামে।
যখন অন্তিম পথে ধীরগতি আসে,
মলিন বদনে আর ঢেউ নাহি হাসে।
ময়লা সরিয়ে দেয়া সাগরের কাজ,
চিরতরে নেয় কেড়ে জল হতে লাজ।
ফের স্বচ্ছ হয় মিশে সাগরের সাথে,
দেহ থাকে অমলিন অনন্তের হাতে।
মানুষ পারেনা সেথা করতে প্রহার,
প্রবাহিত জননীকে করে অত্যাচার!!