সত্য এবং ন্যায়ে নেই অসুন্দর বলে কোনো কিছু,
তবে কেন ছুটি মোরা অন্যায় ও অসত্যের পিছু?
মাতৃগর্ভে থাকি সবে জন্ম পূর্ববর্তী দিনগুলা,
ঋণ শোধ নাহি করে কেন করি মা'কে অবহেলা?
রক্ত বেঁচে খাদ্য আনে বাবা শ্রেষ্ঠ জগতটা জানে,
তবে কেন জন্মদাতা ভাসে বৃদ্ধাশ্রমে অশ্রু বানে?
ধর্ম বলে স্রষ্টা এক,যত ভাষা তত তার নাম,
তবে কেন দ্বন্দ্বে করি একই স্রষ্টার বদনাম?  
বদলটা কেন করি শুধুমাত্র বাহিরের দিক?
স্রষ্টা বলে এই কর্মে পরকালে শাস্তি অত্যধিক।
গোপনে করলে দান কখনো কি কমে যায় মান?
ঢাকে তাল দিয়ে কেন নিজেকেই করি অপমান?
বিবেকের আদালতে নিজেকে করিনা কেন দাঁড়?
অবিচার কেন করি?গড়ি কেন পাপের পাহাড়?
পরকে দেখাই ভয়,কেন করিনা ভয়কে জয়?
ভুলে যাই পরকাল,নিজেই করিনা পাপ ক্ষয়।
দেশ ভক্তি গান গেয়ে কেন করি দেশেরই ক্ষতি?
মুদ্রা দিয়ে ভাঁড় ভরে,জলাঞ্জলি কেন দেই নীতি?
কুকর্মের ফল দ্বারা কেন গড়ি বাড়ি আর গাড়ি?
ধর্মীয় লেবাস পারে,কর্মে কেন এতোটা আনাড়ি?
সুমতি যেদিন হবে,মন থেকে কুমতি পালাবে,
ঝেরে ফেলে আবর্জনা,সত্য ন্যায়ে থাকতেই হবে।


২৯/০৮/২২