প্রভাতে দেখেছিলাম,শিউলি তলায় শুভ্র মুখ,
চেয়েছিলে মোর পানে,ভরেছিল দেখিয়া পরাণ।
অনন্ত চোখের পানে চাহিয়া গেয়েছিলাম গান,
স্বীয় সুরের লহরে অন্তরে পেয়েছিলাম সুখ।
উজ্জ্বল করিয়াছিলে বৈকালে কাশবনের বুক,
সেথায় দেখেছিলাম হাসিমাখা সফেদ বাগান।
হাস্যজ্বল ছবিগুলো তুলেছিল হৃদয়ে তুফান,
তোমার নিখুঁত মূর্তি এঁকেছিল অপলক চোখ।


মন থেকে ভালোবাসি,বলিতেছি যে মিনতি করে!
ফের যেন দেখা পাই ভাদ্র পূর্ণিমার চন্দ্রালয়ে।
হাসিও ভেলার ফাঁকে,বসিও ভালোবাসার কোলে,
রাতভর দেখি যেন মোর চিত্ত পাখনায় ওড়ে।
শীতলতা এনে দিও পবন পরশ মেখে দিয়ে,
নিয়ে যেও ফের তুমি,শিউলী তলায় ঊষাকালে।