নিত্য করি চৌকিদারি জগৎ কাননে,
তবু্ও যে লোভ-হিংসা জাগে মোর মনে!
নেয়নি প্রপিতামহ রেখে গেছে সব,
দেখেছি পিতামহের হস্ত শূন্য শব।  
চলে গেছে মাতা-পিতা নেয়নিতো কিছু,
কেঁদেছিলাম কিছুটা,মাথা রেখে নিচু।
চলে যাচ্ছে যে এখন,ভাই-বোন-বন্ধু,
চলে যাব একদিন,রবে ভব-সিন্ধু।
জাগ্রত হয়েছে চিত্ত,করছি যে পণ,  
ক্ষনস্থায়ী ধন হতে সরাব যে মন।
মায়ার পেছনে ছুটে কতো হব কালো!
চাই কুড়াতে এখন জগতের আলো।
নিতে চাই কাঁধে চড়ে,দৃশ্য হীন রত্ন,
করতে চাইনা আর,নশ্বর কে যত্ন।