তুমি রক্তে রঞ্জিত লাল কেন?
প্রশান্ত মিত্র (শান্তা)


হে মাতৃভূমি!
দয়া করে বল!
তুমি রক্তে রঞ্জিত লাল কেন?
তোমার প্রয়োজনে রক্ত দেওয়াটা মহা সম্মানের,দিতে চাই,দয়া করে বল!কেন?


যতবার চেয়েছ ততবার দিয়েছি,একাত্তরে রক্ত বন্যায় ভাসিয়ে দিয়েছি,দেয়ার মধ্যে ছিল পরম আত্মতৃপ্তি!বিনিময়ে পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।এর আগেও বহুবার দিয়েছি,পরেও দিয়েছি,কখনো ভাষার জন্য,কখনো গণতন্ত্রের জন্য,সুন্দর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য,মাথা উঁচু করে চলার যোগ্যতা অর্জনের জন্য।


এখন তুমি স্বাধীন-সার্বভৌম,লক্ষ্য পূরণের দিকে ধাবিত,এই মাহেন্দ্রক্ষণে-
অশ্রু বৃষ্টিপাত কেন?
রক্ত বৃষ্টিপাত কেন?
যাহারা লাল পছন্দ করে,তাহাদের জন্য?
লাল ক'জনের পছন্দ?
গুটিকয়েক বাদে সবাই শস্যশ্যামল পছন্দ করে।
তবে কেন ওঁদের ইচ্ছে পূরণ?
আমরাওতো লাল পছন্দ করি,এই লাল জাতীয় পতাকার বৃত্তের লাল,এই লাল সম্মানের লাল,এই লাল মহা গৌরবের লাল,এই লাল তোমাকে শৃঙ্খল মুক্ত করার লাল।
লাল-সবুজ পতাকার জন্য-
কত ত্যাগ!
কত আত্মাহুতি!
কত সম্ভ্রমহানি!


দয়া করে বল!
তুমি রক্তে রঞ্জিত কেন?
রক্তের বিনিময়ে যদি হাসি ফুটে,
আরও দিতে প্রস্তুত!
তবে যাহারা লাল পছন্দ করে,ওঁদের মনোরঞ্জনে এক ফোটা দিতেও প্রস্তুত নই।
তুমি কেন রক্তে রঞ্জিত?
এই প্রশ্নের উত্তর নাই কেন?
তুমি কি পাতানো ফাঁদে পা দিয়েছ?
শরতে তোমাকে লাল মানায় না!শরতের রূপ শস্য শ্যামল,কাশ সাদা,শিউলি সাদা,এই রূপ অনন্ত কালের।
তবে বিকৃত রূপ কেন?
যেদিকে তাকাই শুধু লাল আর লাল!
দেহ লাল!
বস্ত্র লাল!
ধর্ষিতা মায়ের অশ্রু লাল!
রাতের আকাশ আনন্দ-উল্লাসের অগ্নিতে লাল! রাতের আকাশ দাউদাউ চিতার অগ্নিতে লাল!!!
হে মাতৃভূমি!
দায় করে বল!
তুমি রক্তে রঞ্জিত লাল কেন?


১৯/১০/২০২১