ধরা স্পর্শ করে দেহ
মৃত্যুটা কে ভুলে গিয়ে
ঊর্ধ পানে ধায়,


ভূমি 'পরে দাড়িয়েও;
ভূমি পানে ফিরে আর
নাহি যে তাকায়!


যবে দেহটা বহন
পারেনা করতে আর
দুইটি চরণ,


হয়েছে বিদায় লগ্ন;
মরণ যে চুপিসারে
করায় স্বরণ।


পড়ন্ত কালের নেত্র
বাধ্য হয়ে দেখে নেয়
মাটি ও শেকড়,


ঝাপসা নয়নে ভাসে
ভূমি বক্ষে জরাজীর্ণ
অনেক কবর।


এমতো বেহাল দেখে
চোখের জমাট ফেলে;
কাঁদে হাউমাউ!


ভেবে হয় দিশেহারা;
কেমনে থাকবে সেথা;
মনে দাউদাউ!


নব মুখের সান্ত্বনা
দেয় বাড়িয়ে যন্ত্রণা;
অবিরাম কাঁদে!


নিজেকেই করে প্রশ্ন;
"কেন এত বাড়াবাড়ি!?
চোখ কেন চাঁদে!?


যেতে যদি হবে সেথা;
কেন এত বিলাসিতা!?
ধরণীর কোলে!


যাদের কারণে পাপ;
তারা কেন তড়িঘড়ি
শব কাঁধে তুলে!?"


করুণ বিলাপ ধ্বনি
কর্ণের কুহরে ঢুকে
দ্রুত চলে যায়,


বেগবান ঘোড়া চড়ে;
নবীন ও তেজী দেহ
সম পথে ধায়!!