ধ্বংস করি রোগ-জীবাণু করিনা যে ভয়,
কর্ম করি বাঁচার তরে নিশ্চিত করি জয়।
যুদ্ধ করি মনের জোরে অস্ত্র হাতে রেখে,
ব্যাধি পলায় বহু দূরে আমাদের কে দেখে।
সঙ্গী মোদের সাবান জল আর পরিচ্ছন্ন বস্ত্র,
জীবাণু কে ধ্বংস করতে এগুলোই যে অস্ত্র।
হত্যা করি বড়ো শক্তি;ইচ্ছাশক্তি দিয়ে,
ছোঁয়া পেয়ে মরে সদা নর্দমাতে গিয়ে।