পৌষের কনকনে হাড় কাঁপানাে শীত,
বহুদিন গত হয়নি শোনা ঠাম্মার গাওয়া গীত।
মাতামহী ছিলেন আমার প্রাণ প্রিয় সখী,
তাহার মতো শীতের সাথী কাউকে না দেখি।
লেগেই থাকতো ঝগড়া-ঝাটি কারণে-অকারণে,
শয়ন কালে ধরতেই হতো সখীর দু'টি চরণে।
বৃদ্ধ কালীন থাকতেন সদা কাঁথা মুড়ি দিয়ে,
করতাম দু'জন টানা টানি গরম কাঁথা নিয়ে।
অভিমানে করাতেন স্মরণ ঝগড়া-ঝাটির কথা,
জড়িয়ে ধরলেই দূর হতো ঠাম্মার মনের ব্যাথা।