ইচ্ছে জাগে
প্রশান্ত মিত্র (শান্তা)


স্কুলের পথে দেখিতে পাই
প্রজাপতির ঝাঁক,
প্রজাপতি  ওড়ে  হাওয়ায়
মেঠো পথের বাক।


ফড়িং  ওড়ে   দলবেঁধে
পাখনাতে ভর করে,
মন চায় উড়তে আমার
ফড়িং রূপ ধরে।


কুহু  কুহু কোকিল  ডাকে
বৃক্ষ শাখায় বসে,
অভিন্ন  সুরে  ডাকি আমি
মহানন্দে ভেসে।


ভুলে  যাই   স্কুলের   কথা
মৎস্য ধরা দেখে,
মৎস্য  ধরতে  ইচ্ছে জাগে
বই-পুস্তক রেখে।


শ্রবণে সদা মেঘের গর্জন
আনন্দিত হয় মন,
বৃষ্টির  জলে  খেলা করি
উল্লাসে তখন!


৩১/০১/২০২১ খ্রিস্টাব্দ