লালতাড়িয়া খেলার মাঝে সবাই গেছে মজে
তাড়িয়া যার হচ্ছে লাল সেইতো শুধু বোঝে!
একের পর এক ধুমধাম
লাল হচ্ছে তাড়িয়ার চাম,
অন্যজনকে সে অন্ধ করতে মরিয়া হয়ে খোঁজে।


##তাড়িয়া= পাছা/ পেছন/ কটিদেশ/ নিতম্ব।


(এটি একটি গ্রামীণ খেলা। নামকাটার মাধ্যমে চোর নির্বাচিত করা হয়। চোরের চোখে গামছা বেঁধে ছেড়ে দেওয়া হয়। বাকি সদস্যরা আকস্মিক এসে চোরের কটিদেশে / তাড়িয়াতে মেরে যায়। চোর চোখ বাঁধা অবস্থায় ধরার চেষ্টা করে। যাকে ভালো মতো ধরতে পারে, সে নতুন চোর হয়। তখন নতুন চোরের চোখে গামছা বেঁধে দেওয়া হয়)


( ইদানিং এটা বিভিন্ন পিকনিকে, বন্ধু বান্ধবদের বিভিন্ন আসরে কদাচিত খেলতে দেখা যায়। তবে আমাদের গ্রামের ছোট বাচ্চাদের কাছে এখনো এটা দৈনন্দিন খেলা।)


৩ মার্চ, ২০২১


(কাব্যগ্রন্থ- এখানে নক্ষত্রের জন্ম)