আকাশপাড়ে চেয়ে দেখি দাঁড়িয়ে নেই কেউ
গোধূলিতে আছড়ে পড়ে ভালোবাসার ঢেউ
তাই আজকে তোমার নামে,
          সন্ধ্যে নামার খামে
          স্বপ্নগুলোরে ছুটি দিয়েছি।
বেদনার গাঢ় নীলে,
ডানাভাংগা গাঙ চিলে
          নিজেকে সাজিয়ে নিয়েছি
          আমি স্বপ্নগুলোরে ছুটি দিয়েছি।


এই জীবনের ছোট নীড়ে তোমার গেয়ে যাওয়া গান
চোখ বুঁজে, যায় ফিরে, নিয়ে মনভাংগা অভিমান
তাই জীবনে আলো মিশে,
          সুখে থাকো অনিমেষে
          আজ আমি এটুকুই চেয়েছি
আজকে তোমার নামে,
          সন্ধ্যে নামার খামে
          স্বপ্নগুলোরে ছুটি দিয়েছি।


বেখেয়ালী দুনয়ন, বাসনায় সারাক্ষণ তোমাতে টানে
অযতন-অচেতন ইতিহাসে পোড়ামন খুঁজে পায়না মানে
জানি ইচ্ছেরা খামখায়
          নিভু নিভু চমকায়
          তাই প্রেমগুলো ধূলো করে রেখেছি।
আজকে তোমার নামে
          সন্ধ্যে নামার খামে
          ভালোবাসাগুলোরে ছুটি দিয়েছি।


২২ জুলাই, ২০২১


(কাব্যগ্রন্থ-কাব্যলহরী)