অতীত আমাদের দিয়েছে শৃঙ্খলাবদ্ধ শান্তি
   বিজ্ঞান প্রযুক্তির উন্মুক্ত দরজা
   সহজলভ্য সুখ শান্তি, হাতের মুঠোয় পৃথিবী
যোগাযোগে কমিয়েছে দূরত্ব,
   আজ গুরুত্ব বেড়েছে প্রতিযোগিতার।
দিয়েছে আশীর্বাদের খোলা হাত
   আজ যে যা পারি লুটে নিচ্ছি।
   দিয়েছে চন্দ্রাভিযান।
আমরা বর্তমান
   আমরা ভবিষ্যত প্রজন্মকে কি দেব?
   পারব সুকান্তের পৃথিবী গড়ে দিতে?
পারবো কি দিতে নির্মলভাবে বেঁচে থাকার ছাড়পত্র?
জায়গা না হয় দিলাম ছেড়ে
কিন্তু সেই জায়গায় নোংরা স্তূপ রেখে যাব না তো?
   ঝুলি ঝুলি কার্বনডাইঅক্সাইড
   গ্রিন হাউসের উষ্ণ নিঃশ্বাস
   মেরু বরফের গলিত শরবত
হবে না তো তাদের জন্য আমাদের উপহার?
   স্নায়ুযুদ্ধময় বন্ধুত্ব,
   দ্বন্দময় সমাজ
   সভ্যতার নামে নগ্নউল্লাস নাগরিকজীবন
   ঘাড় ভারি করা যান্ত্রিকতাবাদ
   সাম্প্রদায়িকতার কালোথাবা
   পরমাণুর নীল বিষাক্তদংশন
চুক্তি, চুক্তি আর চুক্তি ছাড়া কি নতুন
        কিছুই পারব না দিতে?


রেখে যাব না তো সংঘাতময় নতুন ক্ষেত্র
   কাশ্মীর, চেচনিয়া, নাগার্নো কারাবাখ?
   প্রজন্ম লড়াইয়ের দীর্ঘ ইতিহাস।
কি দেব আমরা ভবিষ্যত প্রজন্মকে?
তারা মুমূর্ষু পৃথিবীর বদলে
   এক সুন্দর পৃথিবী আশা কি করতে পারে না?
সভ্যতার ভদ্রশৃঙ্খল সমাজ কি পেতে পারে না আমাদের কাছ থেকে?
সমজাতীয়তার সাম্যবাদের অংশীদার তারা হতে কি পারে না?
আমাদের কাছ থেকে পেতে পারে না কি একমাত্র দাবী
   নির্মল সবুজ সুন্দর এক পৃথিবী?
প্রজন্মকে বাঁচাতে আজ তবে রণক্ষেত্র বন্ধ করি
   ছুটি দেই বন্দুক বুলেটকে
চুক্তি নয়, শান্তির জন্য এসো তবে এক কাতারে করি ভিড়।
এক সুন্দর পৃথিবী উপহারদানে হই অঙ্গীকারবদ্ধ।


১ ডিসেম্বর, ২০১৯


(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)