রৌদ্র দুপুরে ঘর্মাক্ত আমায়, জড়িয়ে নাইবা যদি ধরলে
তবে কোথা হতে পাবো বলো প্রেমের আস্বাদন?
কপাল বেয়ে নেমে আসা ঘাম যদি নাইবা দিলে মুছে
তবে কোন সুতায় বাঁধা বলো প্রেমেরি বাঁধন?
ঝিমঝিম বর্ষায় যদি না ভিজলে আমার সাথে
তবে বর্ষায় ঝুম বৃষ্টি নামার বলো কি অকারণ
ভেজা শরীরের উষ্ণ পরশ যদি না মিশে আমার মনে
তবে কোন অগ্নিকুণ্ডে বলো হবো আমি দাহন?
একলা ছাদে আমার সাথে যদি নাইবা করো খুঁনসুটি
তবে এই জনমে আমার দুজন প্রেমের কেমন জুটি
আলতো ছোঁয়া মাখিয়ে আমায় যদি নাইবা করো দুষ্টুমি
তবে বলো কোন বিচারে তোমার কাছে উষ্ণ চুম্বন লুটি।
হাঁটতে গিয়ে পড়ে যাবার ছলে যদি নাইবা ধরো হাত
তবে যাত্রাপথের অমরত্ব আসবে কোথা হতে?
পথের ধারে নুইয়ে কাঁধ যদি নাইবা দেখো গোধূলি
তবে প্রেমবিলাসী আমরা দুজন কেনই বা একসাথে?
সংসারগৃহে যদি না আসে অভিযোগ তোমার জননী হতে
যদি না দেখি প্রেমের অভিনয় তোমার হাসি মুখে
একটু অভিমানে না ছুটে যদি হৃদয় ক্লান্তির ঘাম
তবে কোন পাথারের সুখ পাবো জড়িয়ে তোমায় বুকে?
যদি না দেখি যৌবনবিলাসী রাগ রাতের মধ্যপ্রহরে
গোমড়ামুখো বেজার বেশি, বিসর্জনে তোমার হাসি
আবদারে যদি না থাকে তোমার দেহ কামনার প্রেম
হঠাৎ অকারণ না বলো ভালোবাসি তবে সত্যিই কি ভালোবাসি?


তোমার নামেই বুকে যদি না আসে উত্তাল ঝড়
তবে বলো কোন জল্পনায় আমি তোমাকে চেয়েছিলাম?
কতটুকু ভালোবাসিলাম তা যদি না হয় জানা
তবে গুলনাহার তোমায় আমি কি ভালোবাসিলাম!


১৭ নভেম্বর, ২০১৮