এক খন্ড শিশিরে হাজার হাসি, ধরা দেয় আমাতেই
সঙ্গ থাকে যখন শুধু আমার সঙ্গ, পাশে কেউ নেই।
শিশিরে আমি, আমাতে শিশির, অবসরের ঘনঘটায়
সময় হতে হারায় শিশির, ইচ্ছে বিলীনে লুটায়।
এক দুপুর রোদে নতুন হাতছানি, আমার সঙ্গে আমি
ডাকেনা কিছু, নেয়না পিছু, নিজ প্রতিচ্ছায়ায় থামি।
রোদ হারায়, একাকীত্ব হাত বাড়ায়, ক্ষীণ দৃষ্টিপ্রহরে
আমি কোলাহল, আমি নিস্তব্ধ জঞ্জাল আমার শহরে।
এক সারি মেঘে হাজার বৃষ্টিপাত, উল্লাসে শুধু আমি
নিস্তব্ধতার ভিড়ে নির্বাক অস্তিত্ব, গোধূলি অস্তগামী
অসমপ্রবাহে ধাবমান ইচ্ছে, নিসর্গ টানে বালিয়াড়ি
আমি সময় নিঃসঙ্গের পুরাতন পাপী, আমি নিভৃতচারী।


২৫ জানুয়ারি, ২০২০


(কাব্যগ্রন্থ-কাব্যলহরী)