মেহেরজান
আমি তোমার তাতারী অপেক্ষামান
চাতকতুল্য। অভিসারে বুনেছি প্রেম স্বপ্নজাল
সমতুল্য মাঝ সমুদ্রের নাবিকের ত্রিপাল।
কোন কাননে কলির গন্ধে মাতবো দুজন?
ভেবেছো কি? পাখির কূজন  
           ভরা আঁধার রাতে
      ভয় বিভীষিকার সাথে
          আকাশ উন্মুখতলে
       তোমার দেহসুখজ্বলে;
        প্রেম নেশার মাতমে
        যৌবনের অত্যাচারে
সৌন্দর্যের বিদ্রোহে শামিল হতে
আমি দাস অধীর আগ্রহে বসে।
ধসে ধসে ইচ্ছেরা পড়ছে খসে
       ধ্বংস লীলার যজ্ঞজানি
                সহস্র মৃত্যুহানি
মহাকাল হতে বাস করে এসেছি তোমার সঙ্গ পেতে।
ভুলোক ভুলে উঠবো মেতে,
         হবো জীর্ণ বিদারি।
              আমি তাতারি
                অপেক্ষামান,
                 মেহেরজান
               কলংক ভেঙে
নির্লিপ্ত বক্ষ জোয়ার গাঙে
ভাসতে আজ ছুটে এসো।
আজ নেই প্রহরী নেই বাদশা নামদার
মিটিয়ে দিয়ে যাও আমার সকল আবদার
                        অনুনয়;
না, আমি আজ বৃক্ষদ্রাক্ষা নয়,
ওষ্ঠে ধরে তোমার বক্ষদ্রাক্ষা যাতনে পিষিবো,
                      মিশিবো
দেহে দেহে এক হয়ে
                    সময় ক্ষয়ে
তোমার সুখহাসিতে চন্দ্র হবে আড়াল;
কালো মেঘ ঘনঘটায় আমি হাবশী গোলাম
          তোমার ইচ্ছেতে চাষ হয়ে যাবো।


১৩ জানুয়ারি, ২০২১


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)


((লেখক, ঔপন্যাসিক শওকত ওসমানের "ক্রীতদাসের হাসি" উপন্যাস পড়ার সময়, সেই উপন্যাসের চরিত্র তাতারি আর মেহেরজান এর মিলন আর মিলন মুহূর্তের হাসিকে কবিতায় রূপ দেওয়ার চেষ্টা করেছি।))