তোমাকে দেওয়ার মতো আমার
    খুব বেশি কিছু নেই
    যাতে তোমার মন রাখতে পারি;
তবে আমি দিতে পারি অনড় কথা
    আমি এক ভালো বন্ধু হব
    কোনো বিপদগ্রস্ত পথে আমি বিপদের বাধা হব।


আমি দিতে পারি আশীর্বাদ, করতে পারি প্রার্থনা
    তোমার জীবন সহজ সরল হোক,
    তুমি সুখী হও,
    তুমি অপরের কল্যাণকামী হও।
    তোমার পুণ্যকর্মে জনগণ
        খুঁজে পাক বেঁচে থাকার আশ্রয়
        খুঁজে পাক মুক্তির দিশা।


আমি উপহার হিসেবে দিতে পারি কিছু বই
     যে তোমাকে সঙ্গ দেবে,
     হবে অকৃত্রিম বন্ধু;
     এনে দেবে আকাশসম ভাবনা বিশালতা
     স্পৃহা জোগাবে উদার মনের অধিকারী হওয়ার।


৩ জুলাই, ২০১৯


(কাব্যগ্রন্থ- সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)