অভিযোজন জানি না, হয়তো চিনি না অভিরুচি
আমি ক্ষুদ্রসত্তা শুধু আমার হয়ে আমি বাঁচি
শব্দে খুঁজি প্রেম, বাক্যতে ইচ্ছে, লেখনীতে স্বাধীনতা
লিখতে জানি না, তবুও কলম ঘুরাই অযথা
অনেক আগেই বাড়ানো পা, ভ্রমে দূর অসীমে
এই সংসারগৃহে ইচ্ছে আবদারে আমি কালি কলমে
অনুক্ত আবেগের দেই চিৎকার ধ্বনিতে ধ্বনিতে
অবশেষরূপে বাঁচার পাই প্রাণ, স্বাধীন ইচ্ছের গণিতে।
আমি রুদ্ধদ্বার চিনি না, চিনি কাব্যের খোলা পাতা
যেখানে আঁকিবুকি লিখতে পারি স্বাধীন সত্তার কথা
নই আমি সব্যসাচী, আমি পাগল স্বাধীন চিত্তের
হিয়ার মাঝে ডুবাই খেয়া, শব্দধ্বনির নৃত্যের
আমি লেখার পথিক, স্বতন্ত্রতা বুঝি, স্বৈরাচারী নই
স্বেচ্ছাচারি সত্য গল্পে, সার্বজনীন তুচ্ছ যেনো রই।


বিক্ষোভ করে হদয়ের ভাবনা আত্মপ্রকাশের তেষ্টায়,
ক্ষুদ্রসত্তা আমি মিটাই সেই স্বাদ কলম ঘুরানোর চেষ্টায়।


৪ জানুয়ারি, ২০২০


(কাব্যগ্রন্থ- কাব্যলহরী)