ম্যান অফ ডেসিটিনি বলেছিলেন,
"একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব"।
আজ ঘরে ঘরে শিক্ষিত মা, কিন্তু আমরা জাতি হিসেবে কতটা উন্নত?  
নেপোলিয়ন কোন শিক্ষিত মা চেয়েছিলেন?


মা, আপনাদের বলছি
    কোথায় আপনার শাসন ভরা স্নেহ?
    কোথায় আপনার আশীর্বাদের হাত?


বাবা, কোথায় আপনার রাগান্বিত লাল চক্ষু?
    সন্তানের ভুলে হাতে কই চাবুক
    কিংবা উপদেশবাণী নীতিকথা?


মা, আজ সন্তানকে ঘুমের ঘরে পাঠানোর পূর্বে কেন বলা হয় না,
“ও আমার স্নেহের সন্তান তোমাকে দশমাস দশদিন পেটে রেখে জন্ম দিয়েছি-
তোমার দ্বারা কোনো মায়ের সন্তান আঘাত পায়নি তো?
কারো চোখের কোণে অশ্রু আসেনি তো”?


বাবা, কোথায় প্রশ্ন আপনার?
আজ কোনো পাপ কাজ করোনি তো?
আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হয়েছে কি না?
বাবা, কোথায় আপনার বলিষ্ঠস্বর,
    "সন্তান তোমার অপরাধকর্মে আমি তোমার পাশে থাকব না"
সুতরাং অপরাধী হওয়ার পূর্বে সাবধান।
সমাজবিরোধী কার্যকলাপে তুমি আমার সমর্থন পাবে না,
    কোনো মানব কিংবা জাতিগোষ্ঠী তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলে আমি পিতা তোমার জন্য দোয়া করব না;
    তুমি বঞ্চিত হবে আমার আশীর্বাদের।


সন্তান তোমাকে আমি- আমি আশীর্বাদ বঞ্চিত করতে চাই না।
তুমি শুধু পুণ্যপথে চলিও। আমি সর্বদা তোমার কল্যাণকামী।


মা আপনার সন্তানকে আঁচলে রেখে স্নেহবাণী কই?
    বড়দের সম্মান করো তো?
    ছোটদের আদর করো তো?
ও আমার বুকের ধন,
“কখনো মুখে অশ্রাব্য ভাষা ব্যবহার করো না”।
এই মুখে যদি অশ্রাব্য ভাষা ব্যবহার করো তবে সেই মুখে মা বলে আমাকে ডেকো না।


আজ সন্তানের ভুলে এতো আশকারা কেন মা?
        একমাত্র সন্তান বলে?
সন্তান ভুলে আজ নেই কেন শোধরানোর উপদেশ
        সময় নেই বলে!


জীবন দৌড়ায়। জীবিকা দৌড়ায়।
মা বাবা এতোই ব্যস্ত আপনারা
সন্তান যে গোল্লায় দৌড়ায় তা দেখা হয় না কেন?


    আজ সন্তান ছোটবড় দেখে কথা বলে না,
    পাপপুণ্য হিসেব করে না
কেন মা,
    সন্তানের হৃদয়ে কি ধর্মশিক্ষা নেই,?
    স্কুল কলেজের নীতি বিদ্যা নেই?
    পিতামাতার জবাবদিহির ভয় নেই?


আজ কেন জবাবদিহি নেই মা?
আজ কেন শাসন নেই বাবা?
স্নেহ-আশকারা ভালোবাসায় যে ছেলে মেয়ে উচ্ছন্নে যাচ্ছে
    তা কি একেবারেই চোখে পড়ে না?


বিন্দু বিন্দু জলে সাগর, বিন্দু বিন্দু কণায় মরুভূমি
আর বিন্দু বিন্দু পাপে অগ্নিকুন্ডের নরক।
আজ সন্তানকে সুশিক্ষিত আর মানুষ করতে তাদের গায়ে কিঞ্চিৎ আচড় যদি সহ্য না হয়
তবে পরকালে অগ্নিকুন্ডে সন্তানের তীব্র চিৎকার কি করে সহ্য করবেন?


বাবা, সন্তানের অপকর্মের জন্য কেন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন ?
কেন সমাজ দেশবাসী আঙুল তুলবে?
কেন স্রষ্টা জবাবদিহি চাইবে সন্তানের কৃতকর্মের?
সন্তানকে শাসনে রেখে পুণ্য পথে হাঁটাতে আজ কেন উমর হতে চান না?


প্রিয় মা
প্রিয় বাবা
যুগ বদলাবে, সময় বদলাবে
রাজা বদলাবে, রাজ্য বদলাবে
পৃথিবী বদলাবে
"আপনার স্নেহভরা শাসন উপদেশ নীতিকথা যেন না বদলায়"।


১৬ আগস্ট, ২০১৭
শিশুবৃক্ষতল, বড়মাঠ, দিনাজপুর


(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)