একটাই স্বপ্ন ওই মেঘ গালিচায়
পাঠিয়েছি গোধূলি তোর মন বাগিচায়।


হাতে রেখে হাত পাখি, থেকে যাস সাথে
জড়িয়ে থাকিস তুই তারা গোনা রাতে
বকুল ভেজা ভোর, বিকেলের বৃষ্টিপাতে
পাখি, ইচ্ছে যে শুধু তোর সঙ্গটাই চায়।  
পাঠিয়েছি প্রেম, পাখি, মেঘ গালিচায়।


আজ একটাই স্বপ্ন আমার, তোর দুয়ারে,
হাজার বাস্তবতা পাবে তোর এক ইশারে,
ছুঁয়ে দিয়ে প্রেম স্বাধীনতা এই আমারে ,
রাখিস না বেঁধে প্রেম, পাখি বন্দী খাঁচায়,
দাঁড়িয়ে তোর দুয়ারে, রেখে দে মন বাগিচায়,
পাখি, পাঠিয়েছি প্রেমপাখি, মেঘ গালিচায়।


২২ অক্টোবর, ২০১৯


(কাব্যগ্রন্থ-কাব্যলহরী)