ডাকাডাকিতে হাট চুরি
সুযোগেতে মাঠ চুরি
কলেতে পাট চুরি
আমরা চোর নই
আমরা গর্বিত সন্তান।


অন্যের সুর চুরি
দিনদুপুরে পুকুর চুরি
কেন্দ্রে ভোট চুরি
না, আমরা চোর নই
আমরা দেশপ্রেমিক।


শেয়ার বাজারে চুরি
মন্দির মাজারে চুরি
লক্ষ কোটি হাজারে চুরি
সত্যি, আমরা চোর নই
আমরা ধর্মপ্রাণ বাঙালি।


কর্তব্যে সময় চুরি
দায়িত্বে সিনাজুরি
ক্ষমতায় শাসন চুরি
উহু! আমরা চোর নই
আমরা আদর্শ মায়ের ছেলে।


সমাজের সম্প্রীতি চুরি
বিচারের নীতি চুরি
লেখকের গীতি চুরি
আমরা কেউ ই চোর নই
আমরা সুনাগরিক ।


২৬ জুন,২০১৯


(কাব্যগ্রন্থ- বিষফোঁড়া)


কাব্যগ্রন্থ পরিচিতি
("বিষফোঁড়া" কাব্যগ্রন্থটি সমাজের সমসাময়িক বিভিন্ন সমস্যা- [ যৌতুক, অত্যাচার, চুরি, তেলবাজি, ফাপরদালালি, দলাদলি-কোন্দল ]- কে কটাক্ষ করে রচিত। শরীরে যেমন বিষফোঁড়া ব্যথার সৃষ্টি করে, তেমনি এই সমস্যাগুলো সমাজে গুটি গুটি আকার ধারণ করে দেশ ও দশের ব্যথা-যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এটি একটি ব্যঙ্গার্থক ও বিদ্রূপাত্মক কাব্যগ্রন্থ)।