স্বাধীনতা তুমি কোথায়?
তুমি কি শামসুর রাহমানের কবিতাতেই আবদ্ধ
নাকি নির্মলেন্দু গুণের কবিতার আবডালে?


স্বাধীনতা তুমি কার?
চীনে দলিত উইঘুর সম্প্রদায়ের
না মিয়ানমারে মুঠোবন্দি রোহিঙ্গার?


স্বাধীনতা তুমি কার?
কোনকালে স্বাধীনতা তুমি কার ছিলে?
এখন কার? অদূর ভবিষ্যতে কার হবে?


তুর্কির নাকি কুর্দির
ষাট লক্ষ ইহুদীর
নাকি সত্তর বছর নির্যাতিত সেই সব ফিলিস্তিনির?
কোথায় তুমি স্বাধীনতা?
হয়ে আছো কার হাতের খেলার পুতুল
কার হাতের বেনামী ঘুড়ি?


স্বাধীনতা কোথায় তুমি গৃহবন্দি
কোথায় নির্বাসিতা?
সেন্ট হেলেনা নাকি সেন্ট রোবেন দ্বীপে?


তুমি কার?
তুমি কি মাদিবার, নেতাজীর নাকি গান্ধীর?


স্বাধীনতা কোথায় তুমি?
কোন শিল্পীর তুলিতে
জয়নুল নাকি রোমা রোল্যার?
কোথায় তুমি
সমাজতন্ত্রে না পুঁজিবাদে
মানুষ খেয়ালি রাজতন্ত্রে
নাকি গণতন্ত্রের নামে কোনো আঁধাররূপে?


স্বাধীনতা কার তুমি
তুমি কি মাও সেতুং এর না আতাতুর্কের?
তুমি বঙ্গবন্ধুর নাকি ভুট্টোর
আইয়ূব নাকি জিয়ার?
লেনিন নাকি খোমেনি সেই বিপ্লবীদের?
স্বাধীনতা, কোথায় তুমি কার তুমি?
নাকি ঘাতকের আঘাতে মারা গেছো?


১১  মার্চ, ২০২১


(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)