"একদিন হয়তো নীরবতার শহরে
                ভীষণরকম ভালোবাসা হবে"।
তারপর       অপেক্ষা খুঁজে পেলো পড়ন্ত বিকেল।


পড়ন্ত বিকেল।
   কাছে এসে বসলে তুমি।
   তখনো নীরব চুক্তি সীমানা লঙ্ঘন করে নি।


মরুতে এক ফোঁটা বৃষ্টির আগমন
   যেমন মরু পায় না টের
   তেমনি নীরবতায় তুমি ওষ্ঠে জড়িয়েছো
   ঠোঁটের কোলাহল আমাকে সময় জানতে দেয় নি;
চুম্বনে দীর্ঘসময় নামে;
   পড়ন্ত বিকেলে আমরা দুজন।


   ঘনঘন দমকা বাতাসের হুশিয়ারি
   মেঘের ঘনঘটার লালচক্ষু
   সমুদ্রশানের বিপদসংকেত;
   তখনো সেই এক চুম্বন;
   প্রান্তে পড়ন্ত বিকেল
   গভীর চুম্বনে তুমি আর আমি।


এ মন আমার ভালোবাসার হায়েনা
তোমার এক দীর্ঘ চুম্বনে
   জোয়ার থেমে যায়নি জুবাইদা
   তখন সবেমাত্র ঝড় উঠেছে
প্রেমকামনা, মেঘ ঘনঘটায় আকাশ আঁধারে
   বজ্রপাত হুংকার নিয়ে সেজেছে;
   দীর্ঘ চুম্বনে তখনো পড়ন্ত বিকেল।


ঠোঁটের আবদারে তখনো পড়ন্ত বিকেল;
   মরু থেকে মরুরস টেনে নিয়ে উষর করে
   নীরবে না বলে উঠে চলে গেলে;
আমার প্রেম দেখলো
   পড়ন্ত বিকেল হারিয়েছে সন্ধ্যার নামে
   না বলা কথার খামে জুবাইদা
   তখনো আমার ইচ্ছে বাকি ছিল
   চুম্বন বাকি ছিল,
   ভালোবাসা বাকি ছিল।


২৭ এপ্রিল, ২০২১


(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)