বড় ‍আশা করে এসেছি ঢাকা শহরে
স্বপ্নগুলি আঁকা-বাঁকা
নূতন ঘরের সন্ধানে সঠিক পথের বাহারে
কল্পনার আঁকা-পাঁকা


ব্যস্ত শহরে মোরে নাহি লাগে কাজে
বাস্তবতায় চুপ-চাপ
নিজের প্রতি নিজের বড্ড লাগে বাজে
মনস্হাত্ত্বিক ঝুঁপ-ঝাঁপ


শহরের ভিরে স্বপ্নগুলি হারিয়ে ফেলেছি বেশ
উজ্জ্বল লাল-নীল
আবার স্বপ্নের সন্ধানে প্রাণায়ন হয়নি শেষ
চলে চাল-ডাল


শহরকে বাস্তবে নাহি পাই কল্পনায় থাকি
খুঁজে হাল-চাল
মিথ্যাকে সত্য বানিয়ে দেহে-হৃদয়ে আঁকি
কথনে কাল-তাল