অনেক পাপে মজেছি প্রভু,
ক্ষমা কর মোরে কবু।
তুমি না করলে ক্ষমা,
হৃদয়ে যন্ত্রণা হবে জমা।


মনে গেথেছি দুনিয়ার মায়া,
যদি না পাই তোমার রহমতের ছায়া;
পাপে পাপে ভরে যাবে মোর কায়া।
ভাল মন নিয়ে সম্মুখে চলতে চাই,
মন্দ সঙ্গ গন্ধে ইবলিসকে ফিরে পাই;
বেঁকে যাওয়া মন তোমার আশ্রয়ের অনুকূলে যাই।


পাপ করে আবার পাপ করতে নিজেকে হারাই,
কেন্দ্রভূত মন বিভিন্ন স্তরে ছরাই।
তৃষ্ঞার্ত মনেরর অস্থিরতা,
খুঁজে বেরায় স্থিরতা।


নাহি মিলে সস্থি,
নাহি মিলে স্বাচ্ছন্দের অস্থি।
ছরানো ছিটানো মনের অশ্লীল বায়না,
ক্ষত-বিক্ষত ময়লা যুক্ত মনের আয়না।


হারানো হৃদয় ফিরে পাবার আবেদন,
আল্লাহ তোমার সমিপে করি নিবেদন।
যে স্বপ্ন এঁকে পাঠিয়েছ এ ভুবনে,
সে মান রাখতে ক্ষমা কর মোরে গুপনে।