হাসিঁতে তার মুক্তা ঝরে,
চা্ওনিতে আকর্ষন বাড়ে।
অক্ষির কামনাপূর্ণ ইশারা,
সকলকেই করে দিশেহারা।
কমরের ভাজেঁর কাছে,
সবাই মুগ্ধ হয়ে বসে পাশে।
বাহ্যিক দেহের গঠনের মাঝে,
যা-ই দরকার তা-ই সাজে;
নয়ন অবলোকনে হৃদয় মজে।
কথায় কথায় মিষ্টি ভাব,
যত পটে ততোই তার লাভ।
কথার সূত্রের মাঝে হাজারো কষ্ট,
বেচারা হৃদয়কে করলো নষ্ট।
হো হো করে ছলনার কান্নার ভঙ্গিতে,
ঢলে পরে কারো বুকেতে।
চোখের পানিতে চোখ ভাসে,
মিশে যায় সে কারো শ্বাসে।
কথার সৌন্দর্যের দৃষ্টিগোচর বিস্তৃত আর্ট,
সবই তার ছলনার পার্ট।