মোরা গাই সাম্যের গান,
সাবধান হুশিয়ার হও জোয়ান।
সম্মুখে সংকটে পতিত দেশ,
তারুণ্যের বলয় জয়গানে করব তা শেষ।
মোরা তারুণ্যের প্রতীক বক্ষে বীরদর্পে সাজাই,
রক্ত-পিপসু রাজাকারদের পোক্ত-হস্তে বাজাই।
বাধা-বিপত্তির আঁধার বৃষ্টি,
তারুণ্যের হস্তে রক্ষা করব নব-সৃষ্টি।
দেশের সব সম্পদ-ভান্ডার করবে যে গ্রাস,
'কবিতার আসর' মিলে করব তা হ্রাসঁঁ।
স্বধীনতাযুদ্ধে মা-বোনদের সতীত্ব বিসর্জনের কথা বলে যাই,
যুদ্ধাপরাধীদের নির্ভূল-শ্বাসরুদ্ধকর বিচার চাই।
মোরা বাঙালী মায়ের দামাল ছেলে,
মোরা গদ্যে-পদ্যে ছন্দ্ তালে গাহি গান হৃদয় মেলে।
মোরা সাহসী, মোরা নব-যোদ্ধার প্রয়াস,
মোরা হিম্মত লয়ে সম্মুখে হাঁটার অভিপ্রয়াস।
যত বাঁধাই আসুক নাহি পাই ভয়,
মোরা তারুণ্যের চেতনে সকল প্রতিকূল করব জয়।