আজ আমি কথা বলব তার,
প্রতিটি মুহূর্তে রসময় স্বপ্ন দেখি যার।
যেখানে শত-সহস্র বীর পুরুষ মেনেছে হার,
সেখানে নিজ প্রাণায়ণ উৎসর্গ দিয়েছে ছার।


রেশমি কালো ছরানো চুল,
যা-ই দেখতে চেয়েছি তা-ই, নহে ভুল।
টানা-টানা চোখের পলক,
যেন আমার হৃদয়ে মুহূর্তেই হয় ঝলক।
মায়াময়ী নয়নের দৃষ্টিপাত,
যেন মনের মাঝখানে সৃষ্টি হয় বৃষ্টিপাত।


পাতলা-চিকুন-ভেঁজা গোলাপী রং এর ঠোঁট,
যেন এক দৃষ্টিতে মনে লাগে চোট।
ঢোলযুক্ত সৃষ্টিশীল মিষ্ট কপোল,
দৃষ্টিনন্দে মুগ্ধ হলেই সফল।
বাছাকৃত সূর্য্যমূখীর ফোটন্ত তার মুখ,
স্পর্শ-আকর্ষণে নজর ফিরবে না মোর চোখ;
স্বাচ্ছন্দ্যের জোয়ারে ভাসবে মোর বুক।


চর্বিহীণ অ্যাট্রাকটিভ স্লিম ফিগার,
সারা দেহে উত্তাল দাবানলে উঠবে বিগার।
তাকে পা্ওয়ার নিমিত্তে ভাসাই মোর তরী,
এ হল আমার স্বপ্নের স্বপ্নপরী।