উড়ে যায় মেঘ
পিছু ধায় সাঁড়ি সাঁড়ি বকদল
তারাও খুঁজে ফেরে শান্তি
ফেলে ধূলো শহরের নোংড়া কোলাহল।


উড়ে যাও মেঘ
যেখানে তোমার বসতভিটা
এখানে কতক কাঠপুতুলের ভিড়ে
প্রাণগুলো সব যাদুর বোতলে আটা।
এখানে কেবল টাকা-পয়সা
আর সম্পদ ভরি ভরি
প্রাচীন এ শহর সঙ সেঁজেছে
ধ্বংসের হার ধরি
প্রানের নগরী নিঃস্প্রান আজ
কার কিচ্ছুটি তাতে আসে যায়!
আগামী পাবে কেমন জীবন
নেই কারো, সেকথা ভাবার দায়
যাচ্ছো উড়ে যাও মেঘ
আর এসোনা মৃতদের মাঝে ফিরে
এখানে তুমি নিঃস্প্রয়োজন
দূষিত এই কাঠপুতুলের শহরে