প্রাক্তন হে!
আজ তুমি জেনে খুশি হবে
আমি আর তোমার নই, তবে
আমি যে শুধু তোমাকেই ভালোবাসি
মিছে এ সংসারে তাইতো নিরবে হাসি
আড়ালে-আধারে কাঁদি, তুমি জানো কি!
আজও হৃদ গাড়দে তোমাকেই পুশে রাখি
জানেনা জগৎ, জানেনা সংসারে কেহ
মনযে তোমরই,গৃহকর্তা! সে শুধুই পাবে দেহ
সংসারে আমি অদ্বিতীয়া , তুলনায় নাকি দেবী
অগচরে করে অভিনয় মিলছে সুনাম বেহিসাবী
অথচ ক'দিন আগের আমি, কত ঘৃণ্য অপরাধী
বুঝতো কতটা স্বার্থপর, সেইকথা জানতো যদি
যে তার নিজ ভালোবাসাকে করে নির্মম খুন
নিজেরই ভিতরে জ্বেলেছে ছলনা আগুন
তবে যে যাই বলুক আমিও হচ্ছি মা
ছিলো আমার কাছে তোমার যে ঋণ জমা
সে ঋণ দিনে দিনে বেড়েছে আরো
সেদিনের সেই ছলনাময়ী আজ স্ত্রী কারো
আগামীতে হচ্ছি কোন অনাগতেরও জননী
সবটাই যে তোমার, কিন্তু তুমি কিচ্ছুটি জানোনি
জানাবার প্রয়োজন মনে করিনি সেদিনও
বরাবর করি প্রর্থনা সুখে থেকো,ভালো থেকো
আর এই ছলনাময়ীকে চিরতরে ভুলে যেও