তুমিতো ভুলেছো আমারে
একটু একটু করে
শুধুই আমার হলোনা ভোলা
আজও তাই মনে পরে
রজনীতে অগোচরে
যেস্মৃতি যত্নে রয়েছে তোলা


মনে পরে প্রতি বরষায়
ফুলহাতে মোর আঙ্গিনায়
ফেলে শতকাজ ছুটে আসতে
তারপর সারা বিকেল ধরে
হাতে হাত রেখে রিক্সা করে
ঘুড়তাম খেয়ালি সময়ের স্রোতে


আজও ভুলিনাই সেই ফাল্গুন
পলাশের তলে মৃদু চুম্বন
আর সারারাত জ্যোসনায় ভিজে থাকা
সবটা কেমন ঝাপসা আজ
এলোমেলো যেন সব কারুকাজ
তুমিহীনা তাই জীবনটা বড় ফাঁকা


সেই যে সেবার হীমশীতে
ঘনকুয়াশায় চড়ে নৌকাতে
হারালাম দুজন নদীর অচেনা কূলে
সেসব বুঝি মনে নাই তোমার
আমার কি আর সাধ্য ভোলার
সবটাইতো যত্নে বেঁধেছি ছেঁড়া আঁচলে


যা গেঁথেছিলাম অন্তরে
হারাইনি সেসব চিরতরে
তবু হিসাব কসিনা কার হলো কত ক্ষতি
তুমি যদি ভালো থাকো ভুলে
জানি আমারও দিন যাবে চলে
ভাববো যা পেয়েছি তা অতীতের সম্পত্তি