আকাশের শেষ বিন্দু স্পর্শ করে এসেছি তোমার কাছে ।
আকাশও ফুরিয়ে যায়_ নুয়ে পড়ে নতমস্তকে ।
তোমার স্বর্ণালোকচর্চিত চোখের সৈকতে ভিড় করে আমার অশ্রুকণাগুলি ।


যেন গৌতম বুদ্ধ বসে আছেন তোমার দেহের পরতে পরতে,
যেন প্রতিমুহূর্তে সমুদ্র ঊর্মির মতো বাতাসের উঠোনজুড়ে অনুরণিত হচ্ছে_
          বুদ্ধম্ শরণম্ গচ্ছামি ,
          প্রেমম্ শরণম্ গচ্ছামি,
          ত্যাগম্ শরণম্ গচ্ছামি ।


তোমার বাহু, তোমার কটি, তোমার দেহ স্পর্শ করে
ধীরে ধীরে আমি আলো হচ্ছি ।
তুমি হয়তো বুঝেছো_ আমিই সেই প্রাচীন ইব্লিশ ।
তোমার আলোক-সুধা পান করে আজকে আবার তোমার হতে হবে ।।


                     _ অরিন্দম মাহি