হে সুকান্ত !
কবি তুমি মানুষের ।
তাহাদেরই সরণীর সহযাত্রী তুমি ।
ওতপ্রোতভাবে জড়িত তুমি
তাদের নিষ্পিষ্ট জীবনের সাথে ।


যত শ্রমজীবি মানুষের দুর্দশার কথা
আর দুর্নীতির দুষ্ক্রিয়ার স্বচ্ছ পরিচয়,
তব    লেখনীর সুস্বচ্ছ মুকুরের মাঝে
দাবাগ্নির অগ্নিরূপে প্রতিফলিত হয় ।


তুমি উল্কা তুমি আগ্নেয়গিরি
দুঃশাসনের মাথে তুমি তীব্র বজ্রপাত ।
মিথ্যা চাটুকারের প্রতি মোক্ষম আঘাত ।


মাতৃজরায়ু হতে বাহিরিয়ে পৃথিবীতে
শুনিয়াছ হিংসার মহা-হুংকার ।
তারই মাঝে তুলেছো ফের দৃঢ়হস্তে
তন্ত্রীর মহা-ঝংকার ।


সৌম্য বিদ্রোহী তুমি অত্যাচারের
দুরন্ত বাড়ন্ত ব্রততীর ।
তাদেরই বক্ষে জ্বালো বহ্নি দাবাগ্নি দেউটির ।


তব সুললিত কাব্যের নদে
ভেসে আসে কালকূট ধারা,
কে পারে রুধিতে তারে
নির্যাতনের বালিবাঁধ দ্বারা !!