চারিদিক ব্যাপী মসৃণতায় জীবন খুঁজি
খুব বেশি নয় একটু সবুজ পেলেই হল ।
এ চত্বরে শুকনো পাতাই পাবো বুঝি !
(তারই মাঝে) ওকি হালকা সবুজ মনে হল ?


এই বসে আছি বসন্ত নয়, আঘনের আশায়,
আজানুলম্বা ঝুরি নিয়ে থাকা বটের ছায়ায় ।
জমিগুলো আর কতদিন হায় এমনি রবে !
রাঙা ফুল নয়, সোনার ফসল ফলবে কবে ?


মেহেদির রঙ মেলায়নি আজও যুবতীর হাতে,
তবু তাঁর চোখে অশরীরী সব ভয় খেলা করে ।
আর কতকাল জীবাশ্মভরা সমাজের সাথে
কাটাবে সে তাঁর জীবন এমন অন্ধকারে ?


তুমি কি বলো ! নীরব হয়েই থাকা ভালো !
হোক না আঁধার, তবুও সে নয়কো কালো !
ঢের হয়েছে, এবার তুমি সে আশা ছাড়ো,
পাগল নাকি ! চুপ থাকাতে যাচ্ছি আরো !!