আমি মারা গেছি জানলে দেখতে আসিস
আযান বিহীন নামাজে সেদিন সময়মত থাকিস
সমাধি পানের শেষযাত্রাটা তোদের কাঁধে রাখিস
কবরের পাশে কিছুটা সময় দাঁড়িয়ে থাকিস।


এরপর!!
আমার মৃত্যুদিন বা জন্মদিনে না আসলেও
তোদের কোন এক খুশির দিনে আসিস।।
অতীতের জমা কোন রাগ ক্ষোভ,
ভেতরে পোষা অব্যক্ত সকল আক্ষেপ-অভিযোগ;
সাথে করে আনিস, ইচ্ছেমত ঝাড়িস।
বলেকয়ে নিজে অন্তত হালকা হয়ে নিস।।


কথার পৃষ্ঠে কথা আর যুক্তির ইমারত গড়ে-
নিত্য থামিয়ে দিতো যে;
সে নিজেই থেমে গেছে-
এই পৃথিবী ছেড়ে গেছে
এখন আর থামিয়ে দেবে কে!!
সে আজ বোবা পাখি,
সে যে নিথর কাঠ;
বাঁশ চাটাইয়ের নিঝুম ঘরে-
কাটে তার দিন রাত।


ভুলগুলো সব করিস ক্ষমা,
যার মনে যা আছে জমা।
মন ভরে করিস দোয়া,
খোদা তায়লার কাছে;
জান্নাতে যেন দেখা হয় আবার
তুবা বৃক্ষের পাশে।।


আমি মারা গেছি জানলে আসিস,
শেষ দেখাটা দেখতে আসিস!!