বাস্তবের তুমি কেমন, জানতে ইচ্ছে হয়
তোমার অভ্যাস-তোমার বদঅভ্যাস
তোমার সব কিছু, ভীষণ জানতে ইচ্ছে করে!!


তুমি হাসলে, তোমার গালে টোল পরে!!
মন খারাপ হলে,
ঘরের কোণে, চুপটি করে বসে থাকো
নাকি গুনগুনিয়ে গান করো আপন মনে!
জানতে ইচ্ছে করে!


তুমি কেমন করে ঘুমাও?
আমার মত পাশ ফিরে, ঘরে মৃদু আলো জ্বেলে
নাকি সারা ঘর অন্ধকার করে
জানতে ইচ্ছে করে!


তোমার ঘুরতে ভালো লাগে?
পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশী টানে!
তোমার কি খেতে ভালো লাগে
ঝাল চটপটি না চকলেট নাকি দুটোই
অবসরে কি গান শোন?
না বিশেষ কারো কবিতা পড়ো
কে!! নির্মলেন্দু নাকি জয় গোস্বামী
মনের সব কথাগুলো,
চোখ বন্ধ করে-এক নিঃশ্বাসে যাকে বলো
তোমার সেই বন্ধুটা কে
জানতে ইচ্ছে করে!


জানো তোমায় খুব, জানতে ইচ্ছে করে!
ভীষণ!! ভালোবাসতে ইচ্ছে করে
মাতাল করা ভালোবাসায়,পাগল করতে ইচ্ছে করে!
যে ভালোবাসা পাবার জন্য,
তুমি সারাক্ষণ আমার চারপাশ ঘুরঘুর করবে,
বড্ড ছেলেমানুষি করবে,
আর, আমাকে আমার চেয়ে বেশি ভালবাসবে!
সত্যি পারবে,
আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসতে!!
জানতে ইচ্ছে করে, ভীষণ জানতে ইচ্ছে করে।