আমি একরকম পালিয়েই এসেছি,
নিঃশব্দে সংগোপনে সেদিন পালিয়ে এসেছি।


যেন কেউ দেখে না ফেলে,
আমার অশ্রুসিক্ত লাল চোখ।
কেউ যেন না জানে,
আমার ভেতরে থাকা চাপা কষ্টের খোঁজ।
কেউ যেন বুঝে না ফেলে,
ঠিক কতটুকু চুপসে গেছি ভেতর থেকে;
সুস্থ স্বাভাবিক একজন এভাবেও ভেঙে চুরমার হয়ে যায়
ঠিক কতটা গভীর আঘাত পেলে!!


তাই সেদিন নিজেকে লুকোনোর খেলায়,
প্রাণপণ চেষ্টা করে গেছি।
বহু কষ্টে নিজেকে আড়াল করে পালিয়ে এসেছি,
হাজার লোকের ভীড় ঠেলে পালিয়ে এসেছি;
আমায় কেউ দেখেনি।
সেদিন আমায় কেউ দেখতে পায়নি!!
কারণ আমার অনুভূতিহীন শূন্য চোখ-
কারো চোখের উপর পড়েনি।
আর আমিও ধরে নিয়েছি,
আমি ছিলাম সকলের অন্তরালে, দৃষ্টির অগোচরে।।


সত্যিই সেদিন, কেউ কি দেখেনি!
বুঝতে পারেনি, কেন ঠিক এভাবে পালিয়ে এসেছিলাম?



২৬-১০-২২