সুযোগ পেলেই বায়না ধরিস
কাছে আশার কারন খুঁজিস,
বাদাম বুট দেয়ার ছুতোয়
আলতো করে ছুঁয়ে দিস!


বৃষ্টি এলে ছাতা নিয়ে
বাইরে কেন দাঁড়িয়ে থাকিস;
খোপায় ফুল গোঁজার নামে
আমার চুলের গন্ধ শুঁকিস!!


গরম চায়ে ঠোঁট পোড়ে
তুই ভালো করেই জানিস;
চা ঠাণ্ডা করার নামে
চায়ের কাপে ঠোঁট রাখিস!


নিয়ম মেনে প্রতি মাসে
যখন আমার অসুখ করে;
অচেনা এক আদুরে স্বরে
খোঁজ নিস তুই বারেবারে!


আমি কিন্তু বেশ বুঝি
তোর চোখের ভাষা বুঝি
তোর আবেগের অর্থ বুঝি
কেন করিস এসব; বুঝি!!


দিনশেষে আমিও মানুষ
কেউতো আমায় ভালোবাসুক!
পাশে একটু বসার জন্য
আঙুলের ছোঁয়া পাবার জন্য
হাজার রকম বায়না ধরুক;
হাজার রকমের বায়না ধরুক!!