বুকের মাঝে আটকে থাকা
বরফের ন্যায় জমাট বাধা
পুরোনো কোন কষ্ট- ব্যথা
হঠাৎ করে গলে গিয়ে-
যদি হিম শীতল এক নদী হয়;
তবে অতীতের সকল রাগ-অভিমান
সেই নদীর জলে ডুবিয়ে দিও।।


মনের ঝড় থমকে গেলে
অশান্ত মন শান্ত হলে,
ধীরে পায়ে যদি কাছে আসি-
চুপটি করে পাশে বসি;
হোক সে নদী যতই ছোট
সেথায় পা ভিজিয়ে নিও।।


স্মৃতির কোন কালো ছায়া
যদি অলস দুপুর উদাস কর,
তবে হরেক রকম অরিগ্যামি-
সেই নদীর স্রোতে ভাসিয়ে দিও;
আলতো ছোঁয়ায় হাতটা ধরে
দু'জোড়া পা নামিয়ে দিও!!


মনের সমস্ত রাগ-অভিমান
নদীটার জলে মিশিয়ে দিও।।


২৪-০৬-২০২৩
মানচিত্র