প্রিয় কথাকাব্য,
কেমন আছেন এখন!
আপনার এখনকার সময়গুলো কীভাবে পার করেন জানিনা, জানতেও চাইনা।।
শুধু এতটুকু বলি;
আপনার স্মৃতির নুড়ি পাথরগুলো খুব যত্নে সাজিয়ে রেখেছি মনের উঠোনটায়।
দিন গড়িয়ে মাস আর মাস গড়িয়ে বছর যতই যাক, সময় যতই বৃদ্ধ হোক -
আপনার সেই হাসিমাখা মুখ আমার কাছে চির সজীব- সতেজই রয়ে যাবে, যেমনটা বনসাই!!
সময় বাড়ে সে আর বাড়েনা।।


আমাকে বলা আপনার শেষ কথাটি ছিল 'থাকেন আসি'।
কে জানতো, আপনি আর আসবেন না।
কে জানতো, আপনার আসি বলা শব্দটায় চুপিসারে লুকিয়ে ছিলো বিদায়ের রুপকতা।
আপনি চোখে চোখ না রেখে, সেদিন আসি বলে নিজের গন্তব্যে  একমনে ছুটে যাচ্ছিলেন;
কেন যেন মনে হচ্ছিলো নিজেকে ঠিক আড়াল করে বয়ে নিয়ে যাচ্ছিলেন।
হয়তো আপনার চোখ সেদিন, আপনার মনের কথা-
ঠিকঠাক বুঝতে পেরেছিলো, পড়তে পেরেছিলো;
তাই বুঝি প্রতিশ্রুতি রক্ষার কোন তাড়না সেদিন আপনার চোখে আমি দেখিনি।।
বরং চোখেমুখে ক্লান্ত-পরিশ্রান্ত এক অবয়ব দেখেছিলাম;
যেন কোথাও আপনি থামতে চান, প্রশান্তির কোন নীড়ে চিরস্থায়ী ঘর বাঁধতে চান!!
আবার কেন যেন মনে হয়,
আপনি আমাদের ভীরে আর কখনো ফিরে আসতেই চাননি।


প্রিয় কথাকাব্য,
আসি বলে নিঃশব্দে আপনাকে চলে যেতে দেখেছি।
যেমনটা সমুদ্রের ঢেউ এর সাথে বালিগুলো পাড়ে এসে আবার সমুদ্রের বুকে ফিরে যায়, কোনদিন আর ফিরে আসেনা..
আপনাকে ও আমি কেবলই চলে যেতে দেখেছি, আর ফিরে আসতে দেখিনি।।
কথাকাব্য!
কেমন আছেন এখন, এখনকার সময়গুলো কীভাবে পার করেন জানিনা, জানতেও চাইনা।।


---------
মানচিত্র


(প্রিয় সুবীর ওবায়েদ স্যারের স্মৃতিস্মরনে; ১৫-০৯-২০২৩)