একটি কথা আমার থাকিবে স্মরণ,
ভুলিতে পারিবনা যতদিন থাকিবে জীবন।
থাকিবে যতদিন সূর্যের কিরণ,
যতই হোক রক্ত খরণ, কিংবা মরণ।
বড় ইচ্ছা মোর তাহার চরণ,
প্রেমের মাল্য দিয়ে করিব বরণ।
সকল সুন্দর দিয়ে প্রকৃতি তারে করেছে ভরণ,
সে রূপবতীর সাথে কোনকিছুর হয়না তুলন।
যদি আমায় করত সে তাহার প্রাণের স্বজন,
শূন্য বুকটা তবেই আমার হয়ে যেত পূরণ।
হৃদয়ে জাগিয়েছে সে কবির মত কাব্যের ব্যঞ্জণ,
দিবা-নিশি মন করে তাহার ছবি অঙ্কন।
দুটি আঁখি ব্যস্ত মোর দেখিতে তাহার স্বপন,
তারে চাঁদ করে পেতে চায় আমার হৃদয় গগন।
অধীর অপেক্ষায় আছি বসে মেলে দুটি নয়ন,
কবে আসিবে নিয়ে তুমি মহা-সুখের পবণ।
আজীবন খাওয়াতাম তোমায় সুখের দোলনায় দোলন,
তোমার হয়না উপমা তুমি অমূল্য রতন।
তোমায় দেখে ধন্য আমি, ধন্য বিশ্ব-ভূবন,
স্বর্গ সুখে থাকবে সে পাবে তোমায় যেজন।
পূর্ণ করে দাও গো আমায়, দিয়ে তোমার পরশন,
চির অমর থাকবে তোমার এই প্রথম দরশন।