যেখানে ময়না বলেনা বোল অপ্রয়োজনে,
সেখানে কাঠের পুতুল অবিরাম বকে যায়
আপন স্বার্থের টানে।
সম্মুখে ঝরে প্রাণ,নির্বাক স্বাধীনতা নিষ্প্রাণ।
অবাক পৃথিবী চেয়ে চেয়ে রয়,
মানব তার সভ্যতা এতো নিষ্ঠুর,
অবশিষ্ট কি আছে আর,
এই সমাজ তার জন্যে করবে অভিনয়।
কলংকিত সমাজ নেই কি তোর জন্ম পরিচয়!!
____________এম আব্দুল গফুর।