দেখতেও পারলাম না
সইতেও পারলাম না
কইতেও পারলাম না কিছু
মানুষ রূপী হিংস্র পশু
ওরা কতই না নিচু!


সামান্য দেখে হয়েছি বাকরুদ্ধ
শিহরণ জাগে টগবগে রাগে
আমি  ক্ষুব্ধ, চাই করি যুদ্ধ,
পারিনা ভাই কারণ হলো তাই
আমিই যে আমার বিরুদ্ধ।


এমন ঘটনা আর কত?
ধর্ষিতা নারীর আর্তনাদ শত
শুনেই চলেছি নিত্যদিন যত
এ দায় কার......?
শুনে যায় তাই,
এ দায় যে আমারও!
ওদের আছে ক্ষমতা
নিরুপায় তাই জনতা
বেঁধে যায় যদি বিবাদ
করি না তাই প্রতিবাদ
আজ আমি নীরব দর্শক
তাই তারা সরব ধর্ষক।
ধিক জানায় আমি আমাকে
রক্ষা করতে পারিনি তোমাকে
ক্ষমা করো ওগো মোর বোন
আমারি কারণে হারিয়েছো
তুমি তোমার দামি সম্ভ্রম!


ওরা বন্য জঘন্য জানোয়ার
ওরা পাপিষ্ঠ নিকৃষ্ট হাতিয়ার।
যতকাল মোরা সহে যাবো
প্রতিবাদ না করে শ্রবণ
ঘৃণা না করে দর্শন
ততকাল করে যাবে তারা
তাদের ঘৃণ্য তর্জন গর্জন।