লেখনী
সে দিন ওরা বলেছিল ভাই তুমি লেখো
লেখো সত্য কে উন্মুক্ত করে লেখো তাই
প্রথম লেখাটি ছিল  
তুমি আমার অধিকার হরণ করো না
আমি ক্ষুধার্ত  
লেখার শক্তি বুঝিনি তখন এতো তাই
লেখাটি লুকিয়েছিল হুলিয়ার আড়ালে।

নির্ভয়ে দ্বিতীয় লিখাটি ছিল  
তুমি আমার ভাষা হরণ করোনা
এটা আমার মায়ের ভাষা
লেখাটি খাকি পরিধান রত কালো বুটের নীচে
পিষে দিয়েছিল দুর্বৃত্তরা।


রক্তে আগুন ধরে ছিল সে দিন তাই
রোষে তৃতীয় লেখাটি ছিল তুমি গদি ছাড়
তুমি হানাদার আমি আমার অধিকার চাই
লেখাটি জনতার স্রোতে ভেসে ছিল বলে  
আমাকে লোকাতে হয়ে ছিল পুলিশ চক্ষের অন্তরালে।


দাবানলে জ্বলে চতুর্থ লিখা ছিল তুমি বাংলা ছাড়
বাংলা দেবে না তোমাকে ঠাই তুমি রাক্ষস
তখন পৈশাচিক ইতরের দল বুলেট ছোড়ে
উপহাসে নৃত্য করে ছিল লাশের উপর।


চতুর্থ লেখা ছিল বুকের পিঞ্জরে বাধা লেখা
লিখে ছিলাম রক্তে বুলেটের বদলে বুলেট  
লাশের বদলে লাশ তোদের দিন শেষ
এ দেশ আমার দেশ
যুদ্ধ হবে তত দিন
যত দিন হবোনা আমরা স্বাধীন।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১৬।০৮।২০১৮