আবার যদি পৃথিবীটা ঘোরে আসতো  
কাল দুপুরের মত
ধরত আলো একটু খানি তড়িৎ গতির ঐ  
আকাশ ছুঁয়া দীপ্ত ।
দেহের উপর বয়ে দিত উষ্ণ আলো
নরম হওয়ার একটু খানি পরশ
ফিরে পেতাম হারিয়ে যাওয়া হৃদয় জোড়া
অজস্রতা যত ।  
আবার আমি হাত খানি মোর
গড়িয়ে দিতাম
তোমার হৃদয় অঙ্গে ভরা
উষ্ণ বুকের উপর ।
শিশু হয়ে ধরতাম মাগো তোমার গলে
ঘুমিয়ে যেতাম নম্র বুকে
স্বর্গ সুখের মত  
আবার যদি পৃথিবীটা ঘোরে আসতো
কাল দুপুরের মত ।
মুজাহিদ চৌধুরী ১২।৫।২০১৪। লন্ডন ।