চাইনা আজ নির্মলতা
চাইনা কোমলতা  
অলক্ষ্যে রাখি অপরূপ জ্যোতি
সুস্বাদু খাবার রুচি স্বাদ রসনা  ।  
  
রঙিন চিত্র, চিত্র-ধারী গ্যালারী
বিহঙ্গের যুগল ডানা
প্রজাপতি পাখা বিকশিত পুষ্প রেণুর উপর
হোক না বিগলিত বিচরণ
আচ্ছাদিত রাখি চোখ ।


ওপারে কি ঘটে হয়ত কারো ধ্বনি  
শুনিতে চাই না
তাই বদ্ধ ঘরে বসে আছি
একাকী এক প্রাণ  ।  

নেই কোন ধূলিকণা নেই মোর অনন্যা  
শুধু ঊর্ধ্ব শ্বাস শুধু তপস্যা
শুধু আছে ত্বকের ভিতর
রক্ত কণার দ্রুত আনাগোনা ।
মুজাহিদ চৌধুরী । ২৫।০৫।২০১৪। লন্ডন ।